DMCA.com Protection Status
title="শোকাহত

পাঁচ মাস বেতন নেই, মানববন্ধন করছেন এফডিসির কর্মচারীরা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না । সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে সময়মতো টাকা না পাওয়ায় এফডিসির ২১২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন আটকে গেছে বলে জানানো হয়েছে। তাই মঙ্গলবার বেতন-ভাতার দাবিতে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে মানববন্ধন করেছেন বেতন না পাওয়া কর্মচারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘সবাই কমবেশি ঋণগ্রস্ত হয়েছেন। রমজানও শুরু। কিভাবে সংসার চালাব বুঝে উঠতে পারছি না।’

মানবন্ধনে অংশ নিয়ে এক নারী কর্মকর্তা বলেন, ‘আমাদের বাচ্চাদের স্কুল-কলেজের বেতন দিতে পারছি না। বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছুতেই সমস্যা দেখা দিয়েছে। আমরা চাই দ্রুত সমাধান হোক।’

বিষয়টি নিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয়েছে। ’

খোঁজ নিয়ে জানা গেছে, এফডিসির আয় কমে যাওয়ায় নিয়মিত বেতন হচ্ছে না। অথচ একসময় প্রতিষ্ঠানটি সরকারকে রাজস্বের জোগান দিত। এদিকে গত চার-পাঁচ বছরে অবসরে যাওয়া এফডিসির প্রায় ৭০ জন কর্মকর্তা-কর্মচারী গ্র্যাচুইটি বাবদ পাওনা প্রায় ১৫ কোটি টাকা এখনো বুঝে পাননি। বর্তমানে এফডিসি থেকে আয় হয় ৪৫ থেকে ৫০ লাখ টাকা। কিন্তু ব্যয় হয় প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

Share this post

scroll to top
error: Content is protected !!