DMCA.com Protection Status
title="শোকাহত

জবি ছাত্রীর আত্মহত্যা: অভিযুক্ত সহপাঠী ও শিক্ষক আটক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. হাবিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, অভিযুক্ত এই দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

ডিএমপির একধিক সূত্রে জানা গেছে, অবিন্তার আত্মহত্যার ঘটনার পরদিন (আজ) বিকেল থেকেই এই দুজন পুলিশি হেফাজতে আছে। তাদের কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে অবন্তিকার  মৃত্যুর ঘটনায় কুমিল্লায় মামলার প্রস্তিতি চলছে। পুরো বিষয়টি হচ্ছে কুমিল্লা জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে।

Share this post

scroll to top
error: Content is protected !!