DMCA.com Protection Status
title="শোকাহত

আমাদের আহ্বানে জনগণ ভোট বর্জন করেছে এটা বড় অর্জন: তারেক রহমান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘৭ জানুয়ারি দেশের জনগণ বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। এটাই হলো সবচেয়ে বড় অর্জন। এ অর্জন ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখতে হবে।’

বৃহস্পতিবার খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘আজ আমরা এমন এক সময়ে একত্র হয়েছি, যখন দেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে ক্ষমতাসীন ডামি সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তারা নিজেরা বলছেন, ওমুক দেশের সমর্থন না থাকলে তারা ক্ষমতায় আসতে পারতেন না। তারা অন্য দেশের সমর্থনে ক্ষমতায় এসেছে। তারা এমনভাবে সেই দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, তারা নিজেরা দালালি করছে; তাতে প্রমাণ হয় তারা ক্রীতদাসে পরিণত করেছেন। অপরপক্ষে যারা তারা হলেন এখানে ইফতারে যারা অংশ নিয়েছেন। এর বাইরে সারাদেশের মানুষ।’

তারেক রহমান বলেন, ‘জানুয়ারি মাসের ৭ তারিখ ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের নামে তামাশা হয়েছে। ডামি নির্বাচনে বিএনপিসহ ৬২ রাজনৈতিক দল জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল, ডামি নির্বাচনের নামে তামাশায় অংশ নেবেন না। বাংলাদেশের জনগণ নির্বাচনে অংশ নেননি। বিশ্বের বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে জনগণ নির্বাচনে অংশ নেয়নি। তারা ঘরে বসে ছিলেন। এতে একটা বিষয় পরিষ্কার, সারাদেশের মানুষ সমর্থন দিয়েছে ৬২ দলের নেতারা যে আহ্বান জানিয়েছেন তার প্রতি। সাধারণ মানুষ জানে জনগণের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আত্মত্যাগ করতে হয়েছে।’

তিনি বলেন, এক মন্ত্রী নিজেই বলেছেন, বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে নির্বাচন করার জন্য। তারা ক্ষমতায় থাকতে পারতেন না। খুলনা বিভাগ স্বাক্ষী কিভাবে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। একটি মাত্র কারণে আর তা হলো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণ পরিষ্কার করে দিয়েছে জনগণ আমাদের সঙ্গে আছে।’

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের জনগণ আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছে, যে আস্থা রেখেছে এবং যে বিশ্বাস আমাদের প্রতি রেখেছে; তার সঠিক মূল্যায়ন আমাদের করতে হবে। বিএনপিসহ সকল বিরোধী দলকে তা পালন করতে হবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে।

বিচার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের বিচারব্যবস্থা যে কতোটা দলীয়করণের মুখে পড়েছে এর সবচেয়ে বড় উদাহরণ এখানে উপস্থিত বিরোধী দলীয় নেতাকর্মী। বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর বিচার বিভাগ বিচারের নামে অন্যায় করছে। সাগর-রুনি সাংবাদিক দম্পত্তি হত্যা হয়েছে তার বিচার কি পেয়েছে? সারাদেশে লাখ লাখ মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘সবচেয়ে বড় হুমকি হচ্ছে আজকে আমাদের সীমান্তে মানুষকে হত্যা করা হচ্ছে, ডামি সরকার বিন্দুমাত্র সাহস নিয়ে প্রতিবাদ করতে পারছে না। না পারারই কথা। কারণ যারা ক্রীতদাস, তারা তাদের প্রভুর বিরুদ্ধে কখনও কথা বলতে পারে না। অন্যায়ের প্রতিবাদ করতে পারে না।’

Share this post

scroll to top
error: Content is protected !!