DMCA.com Protection Status
title="শোকাহত

জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ, পাবনায় মামলা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ ফাতেমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলায় ইউনিয়নের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনসহ অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে। নিলয় পারভেজ ইমন আহম্মদপুর ইউনিয়নের আলতাফ হোসেন শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, নিলয়কে আটক করতে অভিযান চলছে।

গত (২১ মার্চ) জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। পরে সেই জন্মসনদ বাতিলের কথা জানান রেজিস্ট্রার জেনারেল যাহিদ হোসেন। পাশাপাশি ওই ইউনিয়নের জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রমও স্থগিত করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!