ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কিছুটা সুস্থবোধ করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আপাতত হাসপাতালে নেওয়া হচ্ছে না।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থবোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কিছুটা সুস্থবোধ করায় তাকে রাতে হাসপাতালে নেওয়া হচ্ছে না। বাসাতেই ম্যাডামকে পর্যবেক্ষণে রাখা হবে। যদি প্রয়োজন হয়, তাহলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে।’
এদিকে খালেদা জিয়ারঅসুস্থতার খবর পেয়ে দলের মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ফিরোজায় ছুটে যান।
সর্বশেষ গত ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। পর দিন ১৪ মার্চ রাতে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়।