DMCA.com Protection Status
title="শোকাহত

সরকারকে খুশি করেই বেনজীর আহমেদ লুটপাট করেছেন: রিজভী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সরকারকে খুশি করায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ লুটপাত করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩১ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির খবর বেরিয়ে আসছে। দায়িত্বে থাকাবস্থায় বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়েছিলেন তিনি।

বিরোধী দলের ওপর নির্যাতন করে নিজে সাদ্দামের বেহেস্ত তৈরি করেছেন। লুটপাটের মাধ্যমে নামে-বেনামে সম্পদ করেছেন। সরকারকে খুশি করায় এমন লুটপাট করতে পেরেছেন তিনি, এটাই সরকারের আসল চিত্র।

দেশ ভয়াবহ আর্থিক নৈরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। উন্নয়নের নামে সরকার যে লুটপাট করেছে, এটা এখন খোলাসা হয়ে যাচ্ছে।

Share this post

scroll to top
error: Content is protected !!