ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশ আজ অশুভ শক্তির কবলে পড়েছে। দেশের মানুষ কষ্ট পাচ্ছে। তাই অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ করতে হবে।’
আজ সোমবার বগুড়ার গাবতলীতে জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুমনের মা এবং ‘এফ এইচ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেরদৌসী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘দেশের সকল প্রতিষ্ঠান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এক কথায় বলা যায় দেশটাই আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। গ্রাম কিংবা শহর সব জায়গার মানুষ কষ্টে আছে। তাই আসুন আল্লাহর কাছে দোয়া চাই যাতে দেশের মানুষকে মুক্ত করতে পারি। দেশ অসুভ কালো ছায়া থেকে বেরিয়ে আসতে পারে। একটি রাজনৈতিক দল হিসেবে দেশের প্রতি দেশের মানুষের প্রতি যে কমিটেমন্ট তা রক্ষা করতে পারি।’
তিনি বলেন, ‘আসুন বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন তাদের সবার জন্য দোয়া চাই।’
এসময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান। পাশাপাশি স্ত্রী সন্তানসহ যাতে তিনি দেশে ফিরে আসতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চান।
পরে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তারেক রহমান বলেন, ‘আজকে আমাদের দেশ একটি ডাকাত দলের কবলে পড়েছে। যারা দেশের মানুষের সমর্থনে নয় বাংলাদেশের মানুষের ওপর অস্ত্রের জোরে, পেশীশক্তির জোরে ক্ষমতায় রয়েছে। দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করেছে। দুর্নীতিতে উৎসাহ দেওয়া হচ্ছে। দেশের গণমাধ্যমে আওয়ামী লীগের বহু মানুষের দুর্নীতির প্রমাণ তুলে ধরা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। কোথাও জবাবদিহিতা চাওয়া হচ্ছে না। আজকে যারা দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় তারা চাইবে দুর্নীতিকে উৎসাহিত করতে। চারদিকে যেমন অবৈধভাবে ক্ষমতা দখলের হিড়িক চলছে তেমনি দুর্নীতির প্রসার লাভ করেছে।’
এ সময় সীমান্তে হত্যার বিষয়টি তুলে ধরে বলেন, ‘পার্শ্ববর্তী একটি দেশ সীমান্তে গুলি করে দেশের মানুষ মারছে। অথচ এর প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সরকার। আজকে দেশে যে ডাকাত সরকার, দুর্নীতিবাজ সরকার তাদের প্রভু হচ্ছে তারা। আজকে সরকারের লোকজন প্রকাশ্যে বলছেন প্রভু দেশকে বলে এসেছেন ডাকাত সরকার, দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতায় রাখতে।’