DMCA.com Protection Status
title="শোকাহত

দেশে বেনজিরের মতো ধনী লোকের সংখ্যা বেড়ে গেছে: রিজভী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের মতো ধনীদের সংখ্যা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

সম্প্রতি বেনজীর আহমেদের কথিত দুর্নীতি ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা তুলে ধরেন তিনি।

রিজভী বলেন, বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা ও গুম করে এই ধনী ব্যক্তিরা শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট।

তিনি আরও বলেন, ‘মেগা প্রকল্পের নামে দুর্নীতি, ব্যাংক লুট করা এখন রূপকথা নয়, এখন বাস্তব।’
দুর্নীতির সঙ্গে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভীর দাবি, আওয়ামী লীগের শাসনামলে টেন্ডারবাজি-সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীন মহলের আশীর্বাদে তারা ধনী হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, একদিকে আওয়ামী লীগ ও তাদের অলিগার্করা জাঁকজমকপূর্ণভাবে ঈদ উদযাপন করছে, অন্য দিকে দেশের দরিদ্র ও সীমিত আয়ের মানুষদের মধ্যে ঈদ আনন্দ নেই।

রিজভী বলেন, 'যেখানে প্রতিদিনের খাবার নিশ্চিত করতে মানুষ হিমশিম খাচ্ছে সেখানে তাদের পরিবারের সদস্যদের জন্য ঈদের পোশাক কিনবে কীভাবে?’

দরিদ্র মানুষ অনাহার ও নজিরবিহীন দুঃখ নিয়ে এবারের ঈদ উদযাপন করেছে মন্তব্য করে রিজভী বলেন, আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন ও জনগণের অর্থ আত্মসাৎ এক নীরব দুর্ভিক্ষ ডেকে এনেছে। তারা একটি সুসংগত, একতরফা ও ডামি নির্বাচন করে দেশের জনগণকে ধোঁকা দিয়েছে।

তিনি আরও বলেন, ‘পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ৯ মাসের যুদ্ধের পর জন্ম নেওয়া বাংলাদেশ এক অত্যাচারীর পায়ের তলায় পিষ্ট হয়ে যাচ্ছে।’

Share this post

scroll to top
error: Content is protected !!