ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ফরিদপুরের মধুখালীতে গত ১৮ এপ্রিল মন্দিরে অগ্নিসংযোগ এবং সহোদর দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি। তাদের ৫ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (ভার্চুয়ালি) সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
৫ সদস্যের তদন্ত কমিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। আর চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস, কাজল ও ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপুকে কমিটিতে সদস্য করা হয়েছে।