ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি গুলশানের বাসায় ফেরেন। এর আগে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে সাবেক এই প্রধানমন্ত্রীকে ভর্তি করা হয় সিসিইউতে।
অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এএজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ম্যাডাম সিসিইউতে ছিলেন। পরে তাঁকে মেডিকেল বোর্ডের পরামর্শে কেবিনে স্থানান্তর করে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড চিকিৎসা সেবা দিয়েছে।’
এদিকে দলীয়প্রধানের হাসপাতালে থেকে বাসায় ফেরার খবরে রাতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসা ও হাসপাতাল এলাকায় ভিড় করেন। বাসায় যাওয়ার পথে নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থেকে তাঁর মুক্তি চেয়ে নানা স্লোগান দেন।
এর আগে গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দফায় তিন দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তাঁর। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।