DMCA.com Protection Status
title="শোকাহত

চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত, কো-পাইলট আহত

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসীম জাওয়াদ নামের এক পাইলট নিহত হয়েছেন। এ কো-পাইলট উইং কমান্ডার সোহান আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা।

শাকিলা সোলতানা জানান, আজ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট আহত হন। তারা প্যারাসুটে নামতে সক্ষম হলেও আহত হন। পরে তাদের পতেঙ্গায় বানৌজা ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ১২টায় অসীম জাওয়াদের মৃত্যু হয়।

সিএমপি পুলিশের পক্ষ থেকে বলা হয়, পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটির বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (YAK-130, RUSSIAN) যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের কাছে ১১ নম্বর ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের বিপরীত পাশে এইচ এম স্টিল ফ্যাক্টরির সামনে কর্ণফুলী নদীতে পাড়ে তলিয়ে যায়।

আহত ২ পাইলটের মধ্যে উইং কমান্ডার সোহান, যিনি আহত অবস্থায় জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসাধীন এবং স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ গুরুতর আহত অবস্থায় বিএনএস পতেঙ্গা হাসপাতাল, বিএনএস ইসা খাঁতে চিকিৎসাধীন দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান।

এদিকে বিমান বাহিনীর সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর ইয়াক-১৩০ (YAK-130) ট্রেনিং ফাইটার বিমানটি পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হয়৷ সেটি খুঁজতে ডুবুরি, ফায়ার ফাইটার, বন্দরে অবস্থান করা জাহাজের নাবিকরা কাজ করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (ইয়াক-১৩০) যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পড়ে।

Share this post

scroll to top
error: Content is protected !!