ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার, মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করছে বিএনপি।
শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতে সভাপতিত্ব করছেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সমাবশে সঞ্চালনা করছেন সদস্যসচিব রফিকুল আলম মজনু।
সমাবেশে অংশ নিতে ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে বিকাল পৌনে ৩টা থেকে দলটির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন। খণ্ডখণ্ড মিছিল নিয়ে আসেন তারা। এ সময় তাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী নানা স্লোগান দিতেও দেখা গেছে তাদের। ধীরে ধীরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিলে আসেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টন।
এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।