ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাড়ির গেটে 'ভোট চাহিয়া লজ্জা দিবেন না' লেখা স্টিকার লাগানে। পটুখালীর বাউফল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সামুয়েল আহমেদ লেলিন এই স্টিকার লাগিয়ে আলোচনার জন্ম দিয়েছেন।
সম্প্রতি তিনি তার বাড়ির গেটে এমন স্টিকার লাগার। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, আলোচনা শুরু হয় চায়ের দোকানে।
সামুয়েল আহমেদ লেলিন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা উপজেলা নির্বাচন বর্জন করেছি। কিন্তু, উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিদিন প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট চাইতে বাসায় ভিড় করছেন। তাই এই স্টিকার লাগিয়ে রেখেছি।
তিনি আরও বলেন, বিএনপি নীতিগতভাবে এই সরকারের আমলে সব নির্বাচন বর্জন করেছে। এটা আমার প্রতিবাদের ধরণ।
পটুয়াখালী জেলার আটটি উপজেলায় এবার তিনধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে বাউফল উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।