ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কুমিল্লার নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিংকস তৈরি করায় জরিমানা করা হয়েছিল একটি কারখানাকে। ‘রাফসান দ্য ছোটভাই’খ্যাত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের কম্পানি ড্রিংকস ব্লু।
নিবন্ধন সনদ না থাকায় ওই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ এপ্রিল অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন।
তবে আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়।
ওই দিন বিএসটিআই জানায়, মেসার্স ড্রিংকব্লু বেভারেজ, বি-৩৩, বিসিক শিল্পনগরী, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ‘ইলেক্ট্রোলাইট ড্রিংক' পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’-এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেয় আলোচিত ইউটিউবার রাফসান, যিনি রাফসান দ্য ছোট ভাই হিসেবে পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করে।
সম্প্রতি ‘ব্লু’ লেবুর ফ্লেভার বাজারজাত করছে।
গত ১৪ মে অনুমোদনহীন পাঁচটি ইলেকট্রোলাইট ড্রিংকস কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পাঁচটি কম্পানির মালিককে আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এগুলো ওষুধ নাকি এনার্জি ড্রিংকস, সে বিষয়ে তারা ব্যাখ্যা দেবেন।
ড্রিংকসগুলো হলো : এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, রিচার্জ এবং টারবো।