DMCA.com Protection Status
title=""

ছাত্রদলের সাবেক নেতা মুস্তাফিজকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমানকে ডিবি পরিচয়ে তুলে নেয়া অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১০ টার দিকে রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি সাদা পোশাকে এসে মুস্তাফিজকে তুলে নিয়ে যায়। বিষয়টি সাংবাদিকদের জানান ছাত্রদল নেতা মো. রানা হামিদ।

রানা হামিদ আরও জানান, ঢাকা মেট্রো-চ  ৫১-৬২৫০ নম্বর গাড়িতে করে ডিবির পরিচয়ে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে রাত ১০ টার দিকে তুলে নিয়ে গেছে। এ সময় তিনি মুস্তাফিজুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

Share this post

error: Content is protected !!