ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃবিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার (৩ জুন) সকালে রাজধানীর বারিধারার চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এ বৈঠক চলে। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে কোনো পক্ষ থেকেই তা জানানো হয়নি।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় চীনা দূতাবাসে এক সেমিনারে ইয়াও ওয়েন আজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বেইজিং সফর হবে একটি “গেম-চেঞ্জার” যা বাংলাদেশ-চীন সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি (প্রধানমন্ত্রীর সফর) হবে আরেকটি ঐতিহাসিক সফর। এটি হবে একটি একটি গেম-চেঞ্জার। এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’