ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রচারে ৪০০ আসন পার করে যাওয়ার স্লোগান দিয়েছিল বিজেপি। বুথফেরত সমীক্ষাও দাবি করেছিল, আগের দুবারকে ছাপিয়ে তৃতীয়বার বিরাট জয় পেতে চলেছে গেরুয়া শিবির। যদিও জনতার রায় সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ২০১৪ এবং ২০১৯ এর ব্যর্থতার পর ১০০-র বেশি আসনে জয় পেতে চলেছে কংগ্রেস। অন্যদিকে ২২৭টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। চমকে দিয়ে এনডিএকে ‘কাঁটে কা টক্কর’ দিচ্ছে ইন্ডিয়া। তার চেয়েও বড় কথা এবারের লোকসভা নির্বাচনে ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম হতে দেখা যাচ্ছে কংগ্রেসকে। ভোট গণনার শুরুতেই দেখা যায় , কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার রায়বরেলি ও ওয়েনাড আসনে এগিয়ে আছেন। রায়বরেলি আসনটি উত্তর প্রদেশে অবস্থিত। আর ওয়েনাড আসনটি অবস্থিত কেরালায়।
কিছুদিন আগেই সেই রামমন্দিরের উদ্বোধনও হয় তবে রামমন্দিরে মন ভরেনি সাধারণ মানুষের? অযোধ্যায় প্রায় ৩০ হাজার ভোটে পিছিয়ে বিজেপি। আমেঠিতে ১৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী। পিছিয়ে রয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। পঞ্জাবে মোট ১৩টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী ৬টি আসনে এগিয়ে কংগ্রেস। আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৩টি আসনে। পাঞ্জাবে সবথেকে বেশি আসনে লিড নিয়ে রেখেছে কংগ্রেসই। বুথফেরত অধিকাংশ সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ তৃতীয় বারের জন্য সরকার গড়ছে। কোনও কোনও সমীক্ষাতে এ-ও ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, বিজেপি একাই ৩৫০-৩৭৫ আসন পেতে পারে। এনডিএ ‘৪০০ পার’ করে যাবে। সেখানে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আশানুরূপ ফল করবে না বলেও ইঙ্গিত দিয়েছে বুথফেরত সমীক্ষাগুলি। কিন্তু সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে কংগ্রেসনেত্রী তথা রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী দাবি করেছিলেন ,বুথফেরত সমীক্ষার সম্পূর্ণ বিপরীত ফলাফল হবে। কংগ্রেসনেত্রী বলেন, ‘‘অপেক্ষা করুন আর দেখুন। আমরা খুব আশাবাদী যে, বুথফেরত সমীক্ষায় যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে।’ মঙ্গলের সকালে ফলাফল বেরোনো শুরু হতেই যেন মিলে যায় সোনিয়ার ভবিষ্যৎবাণী।