ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কানাডার একটি উচ্চ-পর্যায়ের সংসদীয় কমিটির সাম্প্রতিক বিশেষ প্রতিবেদনে ভারতকে কানাডার গণতন্ত্রের জন্য ‘দ্বিতীয় বৃহত্তম বড় বিদেশি হুমকি’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে চীনকে এক নম্বর হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিদেশি হুমকি উপলব্ধি সূচকে ভারত ২০১৯ সালে রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসে।
ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স কমিটি অব পার্লামেন্টারিয়ানস রিপোর্টে বলা হয়েছে, ‘ভারত কানাডার গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলির জন্য দ্বিতীয় বৃহত্তম বিদেশি হস্তক্ষেপের হুমকি হিসাবে আবির্ভূত হয়েছে।’
রিপোর্টে আরও বলা হয়েছে, ‘যদিও ভারতের বিদেশি হস্তক্ষেপের প্রচেষ্টা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, এই পর্যালোচনার সময়কালে এটি স্পষ্ট হয়ে গেছে যে, এর প্রচেষ্টা কানাডার গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলিতে হস্তক্ষেপ অন্তর্ভুক্ত করার জন্য কানাডায় খালিস্তানিপন্থী প্রচেষ্টা হিসাবে যা দেখেছিল তা প্রতিরোধের বাইরেও প্রসারিত হয়েছিল কানাডিয়ান রাজনীতিবিদ, এথনিক মিডিয়া এবং ইন্দো-কানাডিয়ান নৃ-সাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে।’
ভারতের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায় খালিস্তান নামে নিজেদের স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে কয়েক দশক ধরে। মোদি সরকার শিখনেতাদের দমনের চেষ্টা করছে কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে।