DMCA.com Protection Status
title=""

দায়িত্ব নিলেন হাসিনার আত্মিয় নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ওয়াকার-উজ-জামান। রবিবার (২৩ জুন) দুপুরে তিনি গ্রহণ করেন। আজ  থেকে তিন বছর তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

জেনারেল পদবীতে পদোন্নতি দিয়ে এর আগেই তার নিয়োগপত্র জারি করা হয়েছিল। ওয়াকার-উজ-জামান প্রধানমন্ত্রী  শেখ হাসিনার চাচাতো বোনের জামাই। জেনারেল ওয়াকারের শশুর বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ফুপাতো ভাই। তার এ নিয়োগের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই পরিবার থেকে দুইজনকে সেনাপ্রধান নিয়োগ পেলেন।

ওয়াকার-উজ-জামান চিফ অব জেনারেল স্টাফ হিসেবে বাহিনীতে কর্মরত ছিলেন।  ১৩ তম বিএমএর লং কোর্সের এই অফিসার জেনারেল শেখ মো. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।  

তাকে নিযুক্তির আগে সেনাপ্রধান হবার দৌড়ে থাকা ১৩ তম লং কোর্সের আরেক লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়। সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।

Share this post

scroll to top
error: Content is protected !!