DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

শেষ মুহূর্তের গোলে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কোপা আমেরিকার ৪৮তম আসরের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে চিলিকে ১-০ হারিয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে এক ম্যাচ আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো আলবিসেলেস্তাদের।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে আছে তারা। পাশাপাশি ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুই নম্বরে। চিলি ও পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা।

চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো বার বার লিওনেল মেসিদের আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিলেন। অবশ্য চিলিও গোলের বেশকিছু সুযোগ পেয়েছিল। তবে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

মেসিদের আক্রমণ শেষ পর্যন্ত রুখতে পারেননি ক্লদিও ব্রাভো। ৮৮তম মিনিটে মেসির নেওয়া কর্নার কিক থেকে ভেসে আসা বল ক্লিয়ার করলেও, ফিরতি বলে দারুণ এক শটে চিলির জালে বল পাঠান বদলি হিসেবে খেলতে নামা লাউতারো মার্টিনেজ। আর তাতেই জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

Share this post

scroll to top
error: Content is protected !!