DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ডিআইজি জামিলের অবৈধ সম্পত্তি অনুসন্ধানে দুদকে চিঠি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দুর্নীতি দমন কমিশনে (দুদক) পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জামিল হাসানের অবৈধ সম্পত্তি অনুসন্ধানে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ বুধবার দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন অ্যাডভোকেট মো. জিয়া উদ্দিন।

আবেদনে তিনি বলেন, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের  আইনজীবী ও একজন সচেতন নাগরিক।  মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গত ২২ জুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী’ শীর্ষক রিপোর্ট প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়,  ডিআইজি জামিল হাসান ২০২১ সালে র‌্যাব-৮ এর বরিশাল কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় তিনি গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের জমি কিনতে তদারকি করেছেন। এই অবস্থায় ডিআইজি জামিল হাসানের বিষয়ে বেনজীর আহমেদের অবৈধ সম্পত্তি অনুসন্ধানের সাথে সম্পৃক্ত করে তার অবৈধ সম্পত্তির বিষয়ে অনুসন্ধান করা আবশ্যক।

আবেদনে তিনি আরও বলেন, বিষয়টি যথাযথ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!