DMCA.com Protection Status
title="৭

শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানাল বিএনপি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি। শিক্ষকদের আন্দোলন ‘ন্যায়সংগত’ উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি। ‘প্রত্যয়’ স্কিম করেছেন যে, তাঁদেরই বেতনের টাকা দিয়ে তাঁরা পেনশনে টাকা রাখবেন, আর সরকার অর্ধেক দেবে। এটা তো এক ধরনের তামাশা।’

রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার (৩ জুলাই) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, শিক্ষা ও শিক্ষকের ওপরে সরকারের ‘আক্রোশ’ সবচেয়ে বেশি। শিক্ষার মানের যে কি ধস নেমেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এখন শিক্ষকদের যে ন্যায্য পাওনা, প্রত্যয় স্কিমের নামে তাদের আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ারই একটা বন্দোবস্ত করছে।

 রুহুল কবির রিজভী বলেন, ‘যারা টাকা পাচার করেছে, ঋণ খেলাপি তাঁদের টাকা কেড়ে নিচ্ছেন না কেন? তাঁদের টাকা কেড়ে নিয়ে শিক্ষকদের ফুল পেনশনের ব্যবস্থা করতেন। শিক্ষকদের ফুল পেনশনের ব্যবস্থা করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কোচিং সেন্টার ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেত না, তাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সর্বক্ষণ পড়াতে পারতেন।’

Share this post

scroll to top
error: Content is protected !!