DMCA.com Protection Status
title="শোকাহত

‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’, সরাতে নির্দেশ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কোরবানি ঈদের আলোচিত ও ভাইরাল র‌্যাপ মিউজিক ‘নানা নাতি’। এই গানে নানা ও নাতির চরিত্রে সমাজের নানান অসঙ্গতির কথা তুলে ধরেছেন লেখক ও গায়ক আলী হাসান। গানে নানার চরিত্রে ছিলেন আরেক আলোচিত কবি ও অভিনেতা মারজুক রাসেল।

সেই গানের একটি লাইন ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’, নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই লাইনের কারণে আদালত অবমাননার অভিযোগ উঠে গানটির বিরুদ্ধে। এতে গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার (৮ জুলাই) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন। এর আগে গানটির জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয় আলী হাসানকে।

শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন তাকে এ নোটিশ দেন। গত ১৯ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়।

নোটিশে ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছে নোটিশে।

প্রসঙ্গত: র‌্যাপ এই গান প্রকাশ হয়েছে গত ১৬ জুন রাতে। এটি নির্মাণ হয়েছে প্রাণ ঝালমুড়ির সৌজন্যে।

Share this post

scroll to top
error: Content is protected !!