DMCA.com Protection Status
title="৭

পিএসসির প্রশ্নফাঁস: ২ উপপরিচালক ও গাড়িচালকসহ গ্রেপ্তার ১৭

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই উপপরিচালক ও গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ  তাদের গ্রেপ্তার করেছে।

এর আগে একটি টেলিভিশনের প্রতিবেদনে পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর নাম উঠে আসে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালচোনা শুরু হয়।

সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায়। অনুসন্ধানে আবেদ আলীর অঢেল সম্পদের সন্ধান মেলেছে। যদিও তিনি ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে বিত্তবৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন। তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,  আবেদ আলী সবশেষ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন। আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠবস করতেন।

Share this post

scroll to top
error: Content is protected !!