DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এক সপ্তাহে বিসিএসের চাকরি ছাড়লেন ৬ জন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গত এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চাকরি ছেড়ে দিয়েছেন ৬ কর্মকর্তা। তারা সবাই শিক্ষা ক্যাডারে কর্মরত ছিলেন। সম্প্রতি তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা আদেশে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আবু হানিফের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক (শিক্ষা প্রশাসন) হিসেবে যোগ দিয়েছেন। এর আগের দিন বুধবার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা তিনটি অফিস আদেশে চারজন কর্মকর্তার চাকরি ছাড়ার তথ্য জানানো হয়।

তারা হলেন- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) খুরশীদ আলম, বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ) শিশির চন্দ্র পাইক, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক (ইতিহাস) ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক (দর্শন) প্রিয়াংকা সাহা।

এর মধ্যে ইদ্রিস আলী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক,  শিশির চন্দ্র পাইক সমাজকর্ম, ইদ্রিস আলী ইতিহাস এবং প্রিয়াংকা সাহা দর্শন বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন। এছাড়া খুরশীদ আলম খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (ইতিহাস ও সভ্যতা) হিসেবে যোগদান করায় বিসিএসের চাকরি ছেড়েছেন।

এর আগে গত ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আরেক অফিস আদেশে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক (সমাজকর্ম) মনিরুল ইসলামের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (সমাজকর্ম) হিসেবে যোগদান করেছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!