ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বাধা দিয়ে তোপের মুখে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের মহাসড়ক ছেড়ে চলে যায় পুলিশ।
এর আগে আজ শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে ছিল র্যাব, পুলিশ, এপিবিএন ও বিজিবির সদস্যরা। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
পরে দুপুর ১২টা ২০ মিনিটের মধ্যে পুলিশকে মহাসড়ক থেকে সরে যেতে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ে পুলিশ সরে যায়নি। এরপর ক্যাম্পাস থেকে ইটপাটকেল ছোড়ে শিক্ষার্থীরা। এ সময় আশেপাশের দোকানপাটে অবস্থান নেয় পুলিশ। পরে ক্যাম্পাস বেরিয়ে মহাসরকে অবস্থান নিয়ে পুলিশকে ঘিরে ধরে শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।