ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে দেশজুড়ে সহিংসতায় কমপক্ষে ৫০ জন নিহত হবার পরে সারাদেশে কারফিউ জারি করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার রাতে গণভবনে ১৪ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।
তিনি বলেন, ১৪ দলের বৈঠক শেষে আইন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সারা দেশের যে যে জায়গায় সংঘাত সহিংসতার শঙ্কা রয়েছে সে সব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী।
এদিকে কারফিউ মানবে না বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমম্বয়ক নাহিদ হোসেন জানিয়েছেন, ১৪৪ ধারার মধ্যেই তারা ঘোষিত কর্মসূচি পালন করবেন। দেশের মানুষকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।