DMCA.com Protection Status
title=""

অবশেষে শিশু ফাইয়াজের রিমান্ড বাতিল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে (১৭) শিশু ঘোষণা করে রিমান্ড বাতিল করেছেন আদালত। আজ রবিবার ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত। এর আগে সংঘাত ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার ফাইয়াজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার সিএমএম আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা এর আগে গতকাল শুক্রবার ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তার রিমান্ড চেয়ে আবেদন করেন। ওই দিন তাকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ ঢাকা সিএমএম আদালতে ফাইয়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষে বয়স প্রমাণে (এসএসসি ও জন্ম সনদ) দাখিল করায় আদালত তার রিমান্ড বাতিল করেছেন। তার বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে প্রেরণ করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!