DMCA.com Protection Status
title="৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবার ‘মার্চ ফর জাস্টিস’ নামের কর্মসূচি ঘোষণা করেছে তারা। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার দেশের সকল আদালত, ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালন করা হবে। সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে' তারা এই কর্মসূচির ডাক দিয়েছে। তাদের কর্মসূচির মূল লক্ষ্য পূর্বঘোষিত ৯ দফা দাবি আদায় করা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হবে হাইকোর্ট প্রাঙ্গণ ও জজকোর্ট প্রাঙ্গণে। আর এর বাহিরে প্রতিটি ক্যাম্পাস এবং রাজপথে নিজেদের সুবিধামতো স্থান এবং সময়ে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

তারা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও তাদের দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করে।

Share this post

scroll to top
error: Content is protected !!