ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ হত্যা ও নির্যাতনের শিকার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাল রঙের ছবি দিচ্ছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টও লাল রঙের প্রোফাইল দেখা গেছে। এছাড়া বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থকসহ গণমাধ্যমকর্মীদের প্রোফাইলেও লাল রঙের ছবি দেখা গেছে।
গতকাল সোমবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। শোক পালনের দিন মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনা ও কালো ব্যাজ কালো ব্যাজ ধারণ করার ঘোষণা দেওয়া হয়।
তবে সরকারের শোক দিবসবে প্রত্যাখান করে একইদিন মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের জন্য কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।