ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। আজ মঙ্গলবার (৩০ জুলাই) সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে বলেন, বিক্ষোভকারী ও অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে। মৌলিক অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা বজায় রাখতে হবে।
সংবাদ সংস্থা এএফপির ওই প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২০৫ জন নিহত হয়েছে।