DMCA.com Protection Status
title="৭

ড. ইউনূসও লাল করলেন প্রোফাইল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন লাখ লাখ মানুষ। এসব ব্যক্তির মধ্যে শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ আছেন। এবার সেই মিছিলে যোগ দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৮টা ৩৮ মিনিটে ড. ইউনূস তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল ফটো লাল করেন। এর মাধ্যমে তিনি শিক্ষার্থীদের চলমিান আন্দোলনের প্রতি ফের সমর্থন জানালেন।

এর আগে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে দেশব্যাপী শোক পালনের ঘোষণা দেয় সরকার। রাষ্ট্রীয় এই শোক পালনকে প্রত্যাখ্যান করে একইদিন শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচির অংশ হিসেবে ফেসবুকজুড়ে সেদিন থেকে প্রোফাইল পিক লাল করতে থাকেন অনেকে। এখনো অনেকে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতে প্রোফাইল লাল করছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!