DMCA.com Protection Status
title=""

আয়নাঘর থেকে মুক্তি পেলেন আযমী- আরমান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেঝো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমাদ বিন কাসেম।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে গুমের শিকার হন আযমী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

অপরদিকে, ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমাদ বিন কাসেমকে ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস’র নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য তাকেও আটকের কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করে।

Share this post

scroll to top
error: Content is protected !!