DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এনএসআই ডিজিসহ সেনাবাহিনীর ৩ পদে নতুন নিয়োগ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ ।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

এর আগে গতকাল সোমবার (১২ আগস্ট) প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে।

অন্যদিকে  মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপি'র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!