DMCA.com Protection Status
title=""

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর শেখ হাসিনার বিচারের দাবিতে স্মারকলিপি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শেখ হাসিনা ও তার  মন্ত্রিপরিষদসহ হত্যা ও গুমের সঙ্গে জড়িত সকল অপরাধীদের সুষ্ঠ বিচারের আওতায় আনার দাবিতে ইউকে লয়ার্স এলায়েন্স ফর বাংলাদেশ (ইউএলএবি) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। সংগঠনটির নেতারা গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে গত ১৫ বছরের সকল গুম ও খুনের বিচারের জন্য জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিটি গঠন, আন্তর্জাতিক অপরাধ আদালতে খুনি হাসিনার বিচারের ব্যবস্থা করা ও শেখ হাসিনা ও তার সহযোগীদের ইউকেতে কোনো প্রকার রাজনৈতিক আশ্রয় প্রদান না করার কথা বলা হয়।

এছাড়া স্মারকলিপিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে যেসব সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা বাজেয়াপ্ত করা এবং তাদের বিচারের আওতায় আনার কথা বলা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, ব্যারিস্টার মো. ফকরুল ইসলাম, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার নুরুল গাফ্ফার এবং ব্যারিস্টার সেলিম খান।

Share this post

error: Content is protected !!