DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

জিয়াউল আহসানকে হত্যা মামলায় গ্রেফতার

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা হতে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে নিঊমার্কেট থানায় রুজুকৃত মামলার পরিপ্রেক্ষিতে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়।

আজ (১৬ আগস্ট) সকালে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। তিনি ২০২২ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।

দেশে বিচারবহির্ভূত হত্যা গুম নির্যাতনের অন্যতম কারিকর বলে মনে করা হয় জিয়াউল আহসানকে। তিনি আয়নাঘরেরও অন্যতম হোতা বলে অভিযোগ আছে।

Share this post

scroll to top
error: Content is protected !!