DMCA.com Protection Status
title="শোকাহত

হাসিনাপন্থী ৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের সব অঙ্গনে চলছে রবদবল। এরই মধ্যে এবার বিদেশে কর্মরত "হাসিনাপন্থী" হিসেবে পরিচিত বাংলাদেশি কর্মকর্তাদের ফেরত আনার জন্য নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যার অংশ হিসেবে ৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে ফেরানো হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক আদেশে তাদের অবিলম্বে ঢাকায় ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। ফেরত নিয়ে আসা এসব কর্মকর্তারা চুক্তির ভিত্তিতে বা প্রেষণে ওই পদগুলোতে ছিলেন। এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা।

প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত ও সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত ও সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

এছাড়া ওয়াশিংটনে প্রথম সচিব ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

পররাষ্ট্র দপ্তর থেকে আরও জানানো হয়েছে, আগামী ২১ আগস্টের মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখে যেতে পারে।

Share this post

scroll to top
error: Content is protected !!