DMCA.com Protection Status
title=""

কোরআন তেলাওয়াতে নিষেধাজ্ঞা দেওয়া ঢাবির সেই ডিনের পদত্যাগ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগে বাধ্য হলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ে (ঢাবি) কোরআন তেলাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শিক্ষক কলা অনুষদের ডিন প্রফেসর আব্দুল বাছির।

আজ সোমবার (১৯ আগস্ট) সকালে তার পদত্যাগের দাবিতে ডিন অফিসের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি।

এ সময় নিজের দায় স্বীকার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমাও চান তিনি। পরে সেখানে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তিলাওয়াতের আয়োজন করেন একদল শিক্ষার্থী। পরে কলা কঅনুষদের ডিন আব্দুল বাছির আরবী বিভাগের চেয়ারম্যানকে শোকজ করেন। এ নিয়ে সে সময় সারাদেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Share this post

error: Content is protected !!