ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চলতি মাসের ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। এই হিসাবে চলতি মাসের প্রতিদিন প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৭ কোটি ১৫ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই ও আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় অনেকটা কমে গেছিল। তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে। গত জুলাইয়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৬ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার।