DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

শনিবার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন বেলা ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই বৈঠকে কাদের আমন্ত্রণ করা হবে জানতে চাইলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবারও তাঁদের সঙ্গে মতবিনিময় করা হবে।

উল্লেখ্য, কয়েক দিন ধরে বিএনপিসহ সমমনা কিছু দলের নেতারা পরবর্তী নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার রোডম্যাপ জানতে চেয়ে বক্তব্য দিয়ে আসছেন। তবে নির্বাচন নিয়ে গত রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়।

এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বা তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কাউকে দেখা যায়নি।

Share this post

scroll to top
error: Content is protected !!