ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আগামীকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ‘শহীদী মার্চ’ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে গণ- অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষ্যে আহত শহিদদের স্মরণে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। এসময় হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এই ‘শহীদী মার্চ’ করা হবে। মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা ৩টায় শুরু হবে। পরে ধানমন্ডি, কলাবাগান, জাতীয় সংসদ সড়ক, ফার্মগেট, শাহবাগ রাজু ভাস্কর্য হয়ে শাহীদ মিনারে গিয়ে এই শহীদি মার্চ শেষ হবে।
সারজিস বলেন, এদিন সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এ কর্মসূচি পালন হবে। যে যার জায়গা থেকে শহিদদের ছবি, বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।