DMCA.com Protection Status
title=""

আশুলিয়ায় ভ্যানের ওপর লাশের স্তূপ : পুলিশ কর্মকর্তা কাফী আটক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফীকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় কাফী অভিযুক্ত।

গতকাল তার পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত ১০টার দিকে তাকে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে (আব্দুল্লাহিল কাফী) আটক করেছে।

তিনি বলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত।

Share this post

error: Content is protected !!