DMCA.com Protection Status
title=""

মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন বি প্রসাদ

ইমরুল হাসানঃ মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এর বিজয়ী বি প্রসাদ দাস, আসন্ন নভেম্বরে ‘মিস্টার ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ভিয়েতনামে অনুষ্ঠিত ১১ তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।
বাংলাদেশ ছাড়াও সেখানে আরও ৭৫টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে।
বুধবার (০২ আগস্ট) রাতে রাজধানীর লা মেরিডিয়ান  হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালে এই ঘোষণা দেওয়া হয়।

এরিস্টক্রাট ইভেন্টস আয়োজিত ‘মি. ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৪’-এ প্রথম রানার আপ নির্বাচিত হন শামসুল আলম। যৌথভাবে দ্বিতীয় রানার আপ হন সেরাজুস সালেকিন এবং রাফসান জনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বি প্রসাদ দাস  বলেন, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। বিচারকরা তাদের সঠিক রায় দিয়েছে বলে আমি মনে করি ।আমি যেহেতু ভিয়েতনামে যাব তাই বেশ এক্সসাইটেড। সবার কাছে একটা রিকোয়েস্ট বাংলাদেশকে জয়ী করতে হলে আপনাদের সবার ভোট প্রয়োজন। আশা করছি ‘মিস্টার ওয়ার্ল্ড’-এ দেশের জন্য ভালো কিছু করতে পারব। তিনি আরো বলেন ভিয়েতনামের রেজাল্ট যাই আসুক না কেন আমি ওটা দিয়েই সেটিসফাইট হব যদি ভালো হয় তাহলে গ্রেট আর যদি ভালো না হয় তাহলে আমি বুঝতে পারবো আমার কোথায় কোথায়  কাজ করতে হবে আমি একটা মিশন নিয়ে কাজ করতে চাই মিশন ফিট বাংলাদেশ ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরকেও আমি ফিট রাখতে চাই ।

বিচারক প্যানেলে ছিলেন  গোলাম সামদানি ডন , রবার্ট ম্যাককেলভি, খালেদ হোসাইন সুজন , ও সানজিদা আরেফিন লুনা ।

Share this post

error: Content is protected !!