DMCA.com Protection Status
title="৭

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ১২৩ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এফ এম মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।

আজ বেলা ২টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। আধঘণ্টার ভেতরেই সভাপতি পদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৩ জন। তবে ভোটের দিন আসেন ১২৮ জন। ৫ জন ভোট দেননি।

এদিকে আজ আরও ১৯টি পদে ভোট হয়েছে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান।

তাবিথ আউয়াল ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি ছিলেন। এছাড়া ২০২০ সালের নির্বাচনে সহসভাপতি পদে মহি উদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ভোটে ড্র হয়। পুনরায় ভোট হলে তিনি ৬৭-৬৩ ভোটে হেরে যান। 

উল্লেখ্য, গত মাসে কাজী সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পরই নিশ্চিত হয়ে যায় প্রায় ১৬ বছর পর বাফুফে প্রধানের চেয়ারে বসবেন নতুন প্রধান।

Share this post

scroll to top
error: Content is protected !!