DMCA.com Protection Status
title="শোকাহত

দুটি মানহানির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে মানহানির অভিযোগে দায়ের হওয়া দুইটি মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল হক।

জানা গেছে, ২০১৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাবেক ছাত্রলীগ নেতা আশফাকুর রহমান শাওন বাদী হয়ে দুটি মানহানির মামলা করেন। এরপর মামলা দুটির মধ্যে ২০১৫ সালের একটি এবং ২০১৭ সালে অপর মামলাটি আদালত খারিজ করে দেন। তবে মামলা খারিজ হয়ে গেলেও ওই দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল তারেক রহমানের বিরুদ্ধে। সর্বশেষ তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে রিকল প্রদান করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রওশন জাহান তারেক রহমানকে গ্রেপ্তারি পরোয়ানা থেকে অবমুক্তি দেয়। 

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকনসহ নেতারা।

Share this post

scroll to top
error: Content is protected !!