DMCA.com Protection Status
title="৭

‘ম্যাজিক ফিগার’ ছুঁলেন ট্রাম্প

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ২৭৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের সেই ‘ম্যাজিক ফিগার’কে ছাড়িয়ে গিয়ে পুনরায় নিজের বিজয় নিশ্চিত করেছেন ট্রাম্প। এর মাধ্যমে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তনও নিশ্চিত করলেন ট্রাম্প।

অন্যদিকে, ২২৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এবারের নির্বাচনী দৌড়ে নিজের পরাজয় নিশ্চিত করলেন ব্যাপক আশা জাগানো ডেমোক্রেট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত নির্বাচনি ফল অনুযায়ী, দেশটির নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টির প্রয়োজন। আর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় বুধবার বিকেল ৫টায় এই ম্যাজিক ফিগারে পৌঁছে যান।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ফল নির্ধারণী ব্যাটেলগ্রাউন্ড রাজ্য খ্যাত জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, মেইন, পেনসিলভানিয়া, উইসকনসিনে লাল শিবিরের জয়ে হোয়াইট হাউসের মসনদ নিশ্চিত হয় ট্রাম্পের।

Share this post

scroll to top
error: Content is protected !!