DMCA.com Protection Status
title="৭

এ বিজয় হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’: ট্রাম্প

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক ফিগার থেকে আর মাত্র ৩ ভোট দূরে। ২৭০ ইলেকটোরাল ভোটের মাইলফলক স্পর্শ করলেই তিনি হতে যাচ্ছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট। 

এদিকে বুধবার (৬ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রিপাবলিকান পার্টির প্রধান কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে এক বিজয়ী ভাষণ দিয়েছেন। ভাষণে তার নির্বাচনী জয়কে তিনি ‘‘রাজনৈতিক বিজয়’’ বলে মন্তব্য করেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি হবে আমেরিকার ‘স্বর্ণযুগ’। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করতে অনুমতি দেবে।

ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় দেওয়া ওই ভাষণে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি। ম্যাজিক ওই ফিগার থেকে তিনি মাত্র ৩ ভোট দূরে। মঞ্চে তার পাশে দাঁড়ানো স্ত্রী মেলানিয়াকে জড়িয়ে ধরেন ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়াকে এসময় তিনি ফার্স্ট লেডি বলে সম্বোধন করে ধন্যবাদ জানান।

ট্রাম্প ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ৪৭তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার অসাধারণ সম্মানের জন্য আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই। তিনি বিশ্বের অন্যতম ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির ‘নতুন তারকা’ হিসেবে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি মাস্ককে ‘বিস্ময়কর’ ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!