DMCA.com Protection Status
title="৭

আ.লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে – শেখ হাসিনার কাছে জবাব চান, কেন কিছু না বলে পালালেন: আসিফ নজরুল

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহি চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন। আজ মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্নীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপে নেতা-কর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। 

আসিফ নজরুল আরও বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

অন্তর্বর্তী সরকারের কাজ নিয়ে আপনি সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, কাজ নিয়ে সন্তুষ্টি অসন্তুষ্টি কোনো বিষয় না। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের কারো হয়তো যোগ্যতার ঘাটতি থাকতে পারে। তবে আন্তরিকতার ঘাটতি নেই। ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে।

Share this post

scroll to top
error: Content is protected !!