DMCA.com Protection Status
title=""

শিশুকে যৌন নিপীড়নে অভিযুক্ত হয়ে ইসকনের নিষেধাজ্ঞায় পড়েন চিন্ময়!

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বহুল আলোচিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসকনের আন্তর্জাতিক শিশু সুরক্ষা কার্যালয় (ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস-সিপিটি) সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। গত বছরের ৬ অক্টোবর ইসকনের যুক্তরাজ্যস্থ ইসকনের সিপিটি থেকে জারিকৃত এক চিঠিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। চিঠিটি বাংলা আউটলুকের হাতে এসেছে। সেই নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার হয়নি বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চট্টগ্রামের হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের (আইনি নাম চন্দন ধর) ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। 

সিপিটির পরিচালক কমলেশ কৃষ্ণ দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না। কোনো কীর্তনে নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না। প্রকাশ্যে শ্রীল প্রভুপদের কোনো পূজা আর্চনায় অংশ নিতে পারবেন না। ১৮ বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। বাংলাদেশের ইসকনের কোর কমিটি এবং সিপিটির কোনো পদধারী ব্যক্তি ছাড়া ইসকনের কোনো  সম্পত্তিতে রাত যাপন করতে পারবেন না। 

চিন্ময় কৃষ্ণকে নিষেধাজ্ঞা আরোপ করে পাঠানো চিঠি। 
চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়। আর কার্যকর করে তাৎক্ষণিকভাবে জানাতেও বলা হয়। 

এদিকে, বাংলা আউটলুকের পক্ষ থেকে কমলেশ কৃষ্ণ দাসের কাছে চিঠিটির সত্যতার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি খুদে বার্তায় বলেন, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং আমাদের আন্তর্জাতিক নীতি অনুযায়ী আমরা তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করি। নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠিটি সত্য। অভিযোগের ধরনের কারণে তদন্ত করতে আমরা এই নিষেধাজ্ঞা দিয়েছিলাম। যদিও তার সহযোগিতাসহ সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতার কারণে বিষয়টি এখনো সূরাহা হয়নি। 

বাড়তি কিছু জানার থাকলে বাংলাদেশে ইসকনের কর্মকর্তা ঋষিকেশ কৃষ্ণ দাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। 

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এই জোট আট দফা দাবিতে ইতোমধ্যে চট্টগ্রাম ও রংপুরে সমাবেশ করেছে।

এদিকে, গত সোমবার (২৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেপ্তারের পর ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশের পর গত ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরে অবশ্য মামলাকারীকে বিএনপি বহিষ্কার করেছে।

Share this post

scroll to top
error: Content is protected !!