DMCA.com Protection Status
title=""

চট্টগ্রাম থেকে ফেরার পথে হাসনাত-সার্জিসকে ট্রাকচাপা দিয়ে ‘হত্যাচেষ্টা’

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবরে শ্রদ্ধা নিবেদন করে ফেরার পথে হাসনাত-সার্জিসের গাড়িকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আহমদ উল্লাহ শাকিব নামের এক ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে ট্রাক চাপায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারের দুটি ছবি যুক্ত করে লিখেছেন, ‘শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।

আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে, আমাদেরকেও চাপা দেয়। 

আল্লাহর কৃপায় বেঁচে ফিরছি। ’

Share this post

scroll to top
error: Content is protected !!